শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিরীন আখতার।
মহাজোটের শরীকদল জাসদ’র কেন্দ্রীয় কমিটির এ সাধারণ সম্পাদক বলেন, ভারত ফেনী নদীর পানি তুলে নেওয়ায় আমাদের নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মতবিনিময় সভায় জেলার যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে শিরীন আখতার বলেন, ফেনীর সঙ্গে খাগড়াছড়ি, চট্টগ্রাম, রামগড় এলাকার সংযোগসেতু ঝুঁকিপূর্ণ শুভপুর ব্রিজ সংস্কার করা হবে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার সড়কগুলো ম্যাপিং করে অগ্রাধিকার ভিক্তিতে সংস্কার করা হবে।
ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন- ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও ফেনীর সময়’র ছাগলনাইয়া প্রতিনিধি মো. শেখ কামাল, সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব ও আজকের প্রতিক্রিয়া’র এবিএম নিজাম উদ্দিন, দৈনিক নয়া পয়গামের নুরুল আলম নিলু, প্রচার সম্পাদক এনায়েত উল্লাহ সোহেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসএইচডি/এইচজে