ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলের সেই ডা. শহীদুল্লাহর সনদ বাতিলের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টাঙ্গাইলের সেই ডা. শহীদুল্লাহর সনদ বাতিলের দাবি

ঢাকা: টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়াকে অপমান এবং মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় চিকিৎসক শহীদুল্লাহ’র চিকিৎসা সনদ বাতিল করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। একইসঙ্গে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আল-আমিন মৃদুল এক বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, যাদের রক্ত ও ত্যাগে বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেয়েছি, জাতির সেই শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করে ওই চিকিৎসক চরম দৃষ্টতার পরিচয় দিয়েছে।

মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলে শহীদুল্লাহ্ মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করেছেন।

তাই অবিলম্বে স্বাধীনতাবিরোধী শক্তির দোসর চিকিৎসক নামের কলঙ্ক শহীদুল্লাহর চিকিৎসা সনদ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গত ২৩ নভেম্বর টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলে তাকে অপমান করে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক শহীদুল্লাহ কায়সার। এ চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীও।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।