বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর নিহত সালাউদ্দিনের পরিবারসহ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
গোপালগঞ্জের সন্তান নিহত সালাউদ্দিন খানের বড় ভাই রাজি উদ্দিন খান ও ছোট ভাই মোহাম্মদ আলী খান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় আটকেপড়াদের উদ্ধার করতে যান আমাদের ভাই বনানী থানার তৎকালীন ওসি সালাউদ্দিন খান। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আমাদের ভাই নিহত হন। আমরা ন্যায্য বিচারের আশায় দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আজ রায় ঘোষণা করা হয়েছে। সাতজন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একজনকে খালাস দিয়েছে। এ রায়ে আমরা খুশি। তবে খালাসপ্রাপ্ত আসামির বিরুদ্ধে আপিল করাসহ সাজাপ্রাপ্তদের রায় উচ্চ আদালত বহাল রাখবে এবং দ্রুততম সময়ে এ রায় কার্যকর করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএইচ