ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
সাদুল্লাপুরে শিবির নেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাইদুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজলার মরুয়াদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাইদুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, মাইদুলের বিরুদ্ধে ১৪টি নাশকতা মামলা রয়েছে। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন খবরে দুপুরে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, বিকেলে মাইদুলকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।