ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সারাবিশ্ব পল্লী উন্নয়নে বাংলাদেশের এলজিইডি’কে অনুসরণ করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
সারাবিশ্ব পল্লী উন্নয়নে বাংলাদেশের এলজিইডি’কে অনুসরণ করছে

ফরিদপুর: দেশে শক্তিশালী কারিগরি ডিপার্টমেন্ট না থাকলে পল্লী উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। পল্লী উন্নয়ন করতে হলে একটি শক্তিশালী ডিপার্টমেন্ট অত্যন্ত জরুরি। বাংলাদেশের এলজিইডি এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। সারাবিশ্ব তাদের পল্লী উন্নয়নে বাংলাদেশের এলজিইডি’র নীতি অনুসরণ ও প্রয়োগ শুরু করেছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার বদরপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

এ সময় খন্দকার মোশাররফ ৭০০ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য নয়টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।

এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী কেএম ফারুক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এলডিইডি সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস মণ্ডল, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, এলডিইডি ফরিদপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস সালাম, ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হেসেন মৃধা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ।  

ফরিদপুর এলজিইডি’র তত্ববধানে উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু মোমোরিয়াল মুক্তিযুদ্ধ কমপ্লেক্স স্মৃতিসৌধ নির্মাণ, দুই কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে সুফিয়া জামে মসজিদ নির্মাণ, তিন কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে আকুইন চরপাড়া কবরস্থান ও ঈদগাঁহ উন্নয়ন, ১ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে কানাইপুর কৃষক সেবা কেন্দ্রের ভবন ও অবকাঠামো নির্মাণ, ৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সাচিয়া কৃষি কলেজ বাজার নির্মাণ, ২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে হঠাৎ বাজার থেকে চরদুর্গাপুর ভায়া খালাশি দুর্গাপুর সড়ক উন্নয়ন ও সাত কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে বাখুন্ডা হলে কানাইপুর ভায়া তাম্বুলখালা সড়ক উন্নয়ন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।