ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারী-পুরুষের সতীর্থ হিসেবে কাজ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
নারী-পুরুষের সতীর্থ হিসেবে কাজ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

ঢাকা: নারী এবং পুরুষকে সতীর্থ হিসেবে সবাই মিলে একত্রে কাজ করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয়  চিত্রশালা মিলনায়তনে ‘ট্রাভেল অ্যান্ড ট্রাভেলেটস ফটোগ্রাফি এক্সিবিশন সিজন থ্রি’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা’ আয়োজিত চার দিনব্যাপী এ ফটোগ্রাফি এক্সিবিশন চলবে ০১ ডিসেম্বর পর্যন্ত।

এমএ মান্নান বলেন, বর্তমানে আমাদের আর্থিক অবস্থা আগের তুলনায় ভালো। রাজস্ব আয়ও বেশি হচ্ছে। তবে এই অর্থ সৃজনশীল কাজে খরচ করতে হবে। অর্থ শুধু খরচ করলেই হবে না। সৃজনশীলতার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের পূর্বপুরুষ একসময় বিদেশিদের দাস ছিল। তাদের জীবন শেষ হয়ে গেছে। বর্তমানে মাটি পাহাড়-পর্বত-বন-জঙ্গল-আকাশ আমাদের হাতে রয়েছে। এগুলো আমরা আমাদের মতো করে সাজাবো। আমাদের নারীরা শুধু দেশের ভেতরেই নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব জয় করবে- এটাই আমাদের আশা।

ফটোগ্রাফি এক্সিবিশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নুরুন আক্তার এবং এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন,  ফটো এক্সিবিশনের বেশিরভাগ ছবি নারী ভ্রমণকারীদের তোলা। আজকের অনুষ্ঠানের আয়োজনও করেছে নারীরা। তাই আমি আমার পক্ষ থেকে ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ভ্রমণে অপার সম্ভাবনার দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য। এছাড়া পর্যটনের মাধ্যমে নারীর ক্ষমতায়নে আমরা কাজ করে যাচ্ছি।

ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক এবং মানসি সাহা বলেন, আমরা চেয়েছিলাম নারী ভ্রমণকারীদের একটা প্ল্যাটফর্ম করতে। সেই সংগঠন আজ তিন বছর অতিক্রম করল। বর্তমানে আমাদের সংগঠনের সঙ্গে প্রায় ৫০ হাজার নারী ভ্রমণকারী যুক্ত রয়েছেন।

আলোচনা পর্ব শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ফিতা কেটে ফটো এক্সিবিশনের উদ্বোধন করেন। পরে বিশেষ অতিথিসহ তিনি ফটো এক্সিবিশনের গ্যালারি ঘুরে দেখেন।

১ ডিসেম্বর ফটো এক্সিবিশনের সমাপনী দিনে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।