ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে সরকারি খাল ভরাট করায় একজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ফেনীতে সরকারি খাল ভরাট করায় একজনের কারাদণ্ড

ফেনী: ফেনী শহরের তুলাবাড়িয়া দশমীঘাট সংলগ্ন স্থানে সরকারি খাল ভরাট করায় জয়নাল আবেদিন নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্থ এ দণ্ড দেন।  

তিনি বলেন, দশমীঘাটের উত্তর পাশে সরকারি খাসের জায়গায় খালের উপর জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে খাল ভরাট করে রাস্তা নির্মাণ করছিলেন জয়নাল।

এসময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।