ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অফিসার্স ক্লাবের মেধাবী সন্তান সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
অফিসার্স ক্লাবের মেধাবী সন্তান সংবর্ধনা

ঢাকা: এসএসসি-এইচএসসি এবং এ লেভেল-ও লেভেলের ১৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে অফিসার্স ক্লাব ঢাকার কল্যাণ ও সেবা উপ-কমিটি।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘মেধাবী সন্তান সংবর্ধনা-২০১৯’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং সভাপতি দুদকের কমিশনার অফিসার্স ক্লাবের কল্যাণ ও সেবা উপ-কমিটির চেয়ারম্যান মো. মোজাম্মেল হক খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিরা হলেন- অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন, ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন খান প্রমুখ।

সরকারি কর্মকর্তাদের সন্তানদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসিতে ৫১, এইচএসসিতে ৬৪, এ লেভেল ৪ এবং ও লেভেলে ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।