ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

হাতিয়ার আফাজিয়া বাজারের ১১ দোকান পুড়ে ছাই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:৩৯ পিএম, জানুয়ারি ২৩, ২০২৫
হাতিয়ার আফাজিয়া বাজারের ১১ দোকান পুড়ে ছাই 

নোয়াখালী: আগুন লেগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার আফাজিয়া বাজারের ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানান, বুধবার (২২ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারের একটি কসমেটিকসের দোকান থেকে প্রথমে আগুন লাগে।  দোকানে আগুন দেখে দোকানের মালিক স্ট্রোক করেন। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। এর মধ্যে কাপড়ের দোকান, চায়ের দোকান, কসমেটিকসের দোকান ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকার।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসআই

বাংলাদেশ সময়: ৫:৩৯ পিএম, জানুয়ারি ২৩, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।