ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে সুলতান উৎসবে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
নড়াইলে সুলতান উৎসবে নানা আয়োজন

নড়াইল: নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে সুলতান উৎসব শুরু হয়েছে। 

শনিবার (৩০ নভেম্বর) সকালে এসএম সুলতান সংগ্রহশালা প্রাঙ্গনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।

পরে শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সাইফুর রহমান হিলু, সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।  

প্রতিযোগিতায় দু’শতাধিক শিশু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে শিশুস্বর্গ মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।