ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে দুই মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
না’গঞ্জে দুই মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ৬৮ লিটার দেশীয় মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- রমজান (৪১) ও পারভেজ (২৪)। তারা নারায়ণগঞ্জ বন্দর থানার একরামপুর এলাকায় বাসিন্দা।

রোববার (১ ডিসেম্বর) র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (৩০ নভেম্বর) রাতে বন্দর কদমরসুল সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৮ লিটার দেশীয় মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, একটি অপরাধী চক্র সুইপার কলোনিতে মদ ও গাঁজার আখড়া তৈরি করেছে। তাদের এ মদ ও গাঁজার আখড়ায় স্কুল কলেজে পডুয়া ছাত্ররা গিয়ে মদ ও গাঁজা সেবন করে আসছে। ঘটনার সত্যতা পেয়ে র‌্যাব মদ ও গাঁজার আখড়া বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।