ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে বিপুল পরিমাণ অবৈধ স্ট্যাম্প-সিগারেটসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
কুলিয়ারচরে বিপুল পরিমাণ অবৈধ স্ট্যাম্প-সিগারেটসহ আটক ৩ আটক ব্যক্তিরা ও জব্দকৃত স্ট্যাম্প এবং সিগারেট। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট বাজারজাত করার অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় বিপুল পরিমাণ অবৈধ স্ট্যাম্প ও সিগারেট জব্দ করা হয়। 

সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।  

এর আগে ভোরে কুলিয়ারচর উপজেলার গাইলকাটা এলাকার মেসার্স হেরিটেজ টোব্যাকো কোম্পানিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নরেন্দ্রপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. মাহমুদুল আলম (৩৫), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইকবাল হোসেন (৪০) ও বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর এলাকার মৃত নাসির আহম্মদের ছেলে শাহরিয়ার আহম্মেদ (৪৬)।  

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে জানান, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে কুলিয়ারচর উপজেলার গাইলকাটা এলাকার মেসার্স হেরিটেজ টোব্যাকো কোম্পানিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এসময় ওই কোম্পানির স্টোর থেকে ৬ লাখ ৭৫ হাজার অবৈধ স্ট্যাম্প ও ১ লাখ ৩৯ হাজার ৭৮০ পিস সিগারেট জব্দ করা হয়। আটকদের নামে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।