ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কোস্টগার্ড ডিজি-তুরস্ক কোস্টগার্ড প্রধানের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
কোস্টগার্ড ডিজি-তুরস্ক কোস্টগার্ড প্রধানের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক কোস্টগার্ডের প্রধান আহমেদ কেনদির।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর কোস্টগার্ড সদর দফতরে তাদের মধ্যে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তুরস্ক কোস্টগার্ডের প্রধান ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে তুরস্ক কোস্টগার্ডের প্রধান সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর তিনি বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরে এলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তুরস্ক কোস্টগার্ড প্রধান আহমেদ কেনদির সস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ চারদিনের সফরে ঢাকায় আসেন।

সফরকালে তিনি বাংলাদেশ ও তুরস্ক কোস্টগার্ডের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

এছাড়া তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি সস্ত্রীক সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও গার্মেন্টস শিল্প, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানামনগর পরিদর্শন করবেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।