শনিবার (৭ ডিসেস্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ডেলটা ওমেন ফোরাম ও নাগরিক উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দলিত নারীদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য।
তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিশেষ করে উন্নয়নের প্রতিটি স্তরে লিঙ্গ সমতা অর্জনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিভিন্ন নীতিমালা প্রণয়ন এবং উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু পিছিয়ে পড়া, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের সম্ভাবনা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সরকারের আন্তরিকতার অভাবে চাপা রয়েছে। এজন্য দলিত ও পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের প্রতি বৈষম্য কমিয়ে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। কারণ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূল স্লোগানই হলো ‘কাউকে পেছনে রাখা যাবে না’।
মানববন্ধনে আরও বলা হয়, দলিত নারী-কিশোরীদের প্রতি নির্যাতন ও বৈষম্য নিরসনের মাধ্যমে তাদের সামনে এগিয়ে নিতে দলিত মেয়েশিশু যেন বাল্যবিয়ের শিকার না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে নিজ নিজ কর্ম এলাকায় মনিটরিংয়ের দায়িত্ব দিতে হবে। কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগের মাধ্যমে দলিত নারীদের বিকল্প পেশা গ্রহণে উৎসাহিত করতে হবে এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। মাতৃত্বকালীন সময়ে দলিত নারীরা যেন রাষ্ট্র প্রদত্ত সব সুবিধা সম্পূর্ণরূপে পায় তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
জিসিজি/একে