ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
যাত্রাবাড়ীতে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৎ বাবা লোকমানকে গ্রেফতার করা হয়।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

ওসি মাজহারুল ইসলাম জানান, ওই কিশোরীর বাবা তাদের ছেড়ে চলে গেলে তার মা সিএনজিচালক লোকমানকে বিয়ে করেন।

মা ও সৎ বাবার সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় থাকে ওই কিশোরী। তার মা যাত্রাবাড়ী মাছের আড়তে কাজ করেন।  

তিনি আরও জানান, শনিবার (৭ ডিসেম্বর) রাতে ওই কিশোরীর মা কাজে ছিলেন। এ সুযোগে সৎ বাবা ভোরের দিকে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে তার মা থানায় একটি অভিযোগ করেছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় লোকমানকে গ্রেফতার দেখানো হয়েছে। আর শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।