ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বাগেরহাটে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

বাগেরহাট: ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান।  

উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিশামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৫টি স্টল দিয়েছে। এসব স্টলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিস্কৃত পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।