ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
খুলনায় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় জুয়েল (১৮) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চেয়ারম্যান বাড়ীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল পাইকগাছা উপজেলার সিলেমানপুর গ্রামের মুনছুর সরদারের ছেলে।



স্থানীয়রা জানায়, সন্ধ্যায় জুয়েল মোটরসাইকেল চালিয়ে উপজেলার হাবিবনগর মোড় থেকে আগড়ঘাটা বাজারের যাওয়ার পথে চেয়ারম্যান বাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন জুয়েল। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে বলেন, কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।   রাস্তার পাশে জুয়েলকে পড়ে থাকতে দেখে এক ভ্যানচালক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।