ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড 

ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁও জেলার ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ায় আতিকুর রহমান (২৯) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাকে আটক করা হয়।

পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের সময় এক পরীক্ষার্থীকে ভুয়া বলে চ্যালেঞ্জ করেন।

পরে পরীক্ষার্থী তার নিজের আসল পরিচয় দিয়ে জানান, তার নাম আতিকুর রহমান (২৯) বাড়ি দিনাজপুর জেলায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। টাকার বিনিময়ে তিনি আরেকজন প্রার্থীর পরীক্ষা দিতে ঠাকুরগাঁও এসেছেন।
 
পরে আব্দুল্লাহ-আল-মামুন তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।