ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রশিক্ষণ ফায়ারিং রেঞ্জ থেকে ছোড়া গুলিতে আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
প্রশিক্ষণ ফায়ারিং রেঞ্জ থেকে ছোড়া গুলিতে আহত ১

রাজশাহী: রাজশাহীর চারঘাটের সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির ফায়ারিং রেঞ্জ থেকে ছোড়া গুলিতে এনামুল হক নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে এ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার মিয়াপুর গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে।

স্থানীয়রা গুলিবিদ্ধ এনামুলকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গুলিটি বের করতে পারেননি। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকেই সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমি ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ ফায়ারিং চলছিল। দুপুরে হঠাৎ করে একটি গুলি চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা এনামুল হক নামের ওই ব্যক্তির বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। এতে এনামুল গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখান থেকে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।  

রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম রবিন জানান, সেখানে গুলিটি বের করতে না পারায় তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

এদিকে, সারদায় থাকা পুলিশ একাডেমি থেকে বার বার গুলি ছুড়ে মানুষ আহত হওয়ার ঘটনায় ফায়ারিং রেঞ্জ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ফায়ারিং রেঞ্জটি সরিয়ে নিরাপদ স্থানে স্থাপনের ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ একাডেমির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি জানতে চাইলে রাজশাহীর চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিটি প্রশিক্ষণ ফায়ারিং রেঞ্জ থেকে ছিটকে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

এর আগে গত ২৮ নভেম্বর একইভাবে মিয়াপুর গ্রামের জনৈক জনির স্ত্রী শাপলা খাতুন ছাদে কাপড় শুকাতে গিয়ে পুলিশ একাডেমির ফায়ারিং রেঞ্জ থেকে ছোড়া গুলিতে আহত হন।  

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।