ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষের ক্ষণগণনায় ৩ যন্ত্র বসছে সিলেটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
মুজিববর্ষের ক্ষণগণনায় ৩ যন্ত্র বসছে সিলেটে প্রেস ব্রিফিং।

সিলেট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির তিন যন্ত্র বসছে সিলেটে। এ লক্ষ্যে সিলেটে পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। শুক্রবার (১০ জানুয়ারি) কর্মসূচি উদ্বোধন করা হবে।

এজন্য নগরের প্রবেশদ্বার হুমায়ুন রশীদ চত্বর ও টিলাগড়ে স্থাপন করা হয়েছে ক্ষণগণনা যন্ত্র। সেসঙ্গে সিটি পয়েন্টে স্থাপন করা হয়েছে ডিজিটাল ডিসপ্লের কাউন্টডাউন ইউনিট।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে এ নিয়ে প্রেস ব্রিফিংয় করে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, এদিন ঢাকায় বিকাল ৫টায় ক্ষণগণনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষণগণনা উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেটেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার বিকেল ৪টায় টিলাগড় পয়েন্টে প্রধানমন্ত্রীর ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এর আগে বিকেল ৩টায় তোপধ্বনি, পতাকা উত্তোলন, প্রার্থনা করা হবে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বিকাল সাড়ে ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় সিসিকের উদ্যোগে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে ক্ষণগণনা কর্মসূচি পালন করা হবে। পুরো অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হবে। পাশাপাশি টিলাগড়ে ক্ষণগণনা কর্মসূচি করবে জেলা প্রশাসন। তাতেও সিসিকের সর্বাত্বক সহযোগিতা রয়েছে। এছাড়াও সিটি পয়েন্টে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।