ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুজিব বর্ষের ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুজিব বর্ষের ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি একযোগে পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) মন্ত্রণালয় চত্বরে বিশাল ডিজিটাল ডিসপ্লে ও ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

এতে বলা হয়,  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি প্রধানমন্ত্রীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধন করা হয়। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই কর্মসূচি পালন করেছে। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পাশাপাশি বিদেশের বাংলাদেশ মিশনসমূহেও শুক্রবার একই সময় মুজিব বর্ষের ক্ষণগণনা কর্মসূচি উদযাপিত হয়েছে। একই সঙ্গে বিদেশস্থ মিশনসমূহে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসও উদযাপিত হয়েছে।

‘মুজিব বর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বছরজুড়ে নানা কর্মসূচি পালন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
টিআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।