ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিবেশ দূষণ প্রতিরোধ করে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
পরিবেশ দূষণ প্রতিরোধ করে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার তাগিদ

বরিশাল: পরিবেশ দূষণ প্রতিরোধ করে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার তাগিদ দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে পরিবেশ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

‘শেখ হাসিনার বাংলাদেশ, পরিচ্ছন্ন পরিবেশ’-এ স্লোগানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এ এম রফিক আহাম্মদ।

রফিক আহাম্মদ বলেন, তিন হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে ২০০৯ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের ছয়টি প্রকল্পের উন্নয়নমূলক কাজ চলছে। দেশে ইটভাটার কারণে ৫৮ শতাংশ দূষণ হচ্ছে। অবৈধ ইটভাটাবিরোধী অভিযানে ব্যাপক সংখ্যক জনবল প্রয়োজন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় জনবল না থাকায় দ্রুততার সঙ্গে কার্যকর অভিযান চালানো সম্ভব হচ্ছে না। কেউ পরিবেশ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে স্বাস্থ্য সেবাকেন্দ্র, হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকাগুলোকে ‘নিরব’ এলাকা ঘোষণার জন্য বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম, নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, বরিশাল মহানগর প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, সাংবাদিক মুরাদ আহমেদসহ অন্যরা বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।