ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেসবুকে ভেরিফাইড হলো বসুন্ধরা এলপি গ্যাসের পেজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ফেসবুকে ভেরিফাইড হলো বসুন্ধরা এলপি গ্যাসের পেজ অতিথিদের নিয়ে কেক কাটছেন বিজির ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।

ঢাকা: দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড ‘বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ফেসবুক ফ্যান পেজকে ভেরিফাইড রূপে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যা চলতি মাসের ২ তারিখে পেজটি ভেরিফাইড স্ট্যাটাস পায়।

রোববার (১৯ জানুয়ারি) গ্রুপ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বসুন্ধরা গ্রুপের (বিজি) ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান নিজস্ব বাসবভনে কেক কেটে উদযাপন করেন এই স্বীকৃতি।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, যারা সঙ্গে থেকে বিজির পেজগুলোকে ভেরিফাইড করতে সহযোগিতা করেছেন, সেসব ফ্যান ফলোয়ারদের প্রতি রইলো কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এ সময় উপস্থিত ছিলেন মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড), জেড এম আহমেদ প্রিন্স (হেড অব ব্র্যান্ড অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর এ, বসুন্ধরা গ্রুপ), জাকারিয়া জালালসহ (হেড অব সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড) উর্ধ্বতন কর্মকর্তারা।

অগণিত ফলোয়াদের ভালোবাসায় দিন দিন সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে বসুন্ধরার পেজগুলো। প্রায় ছয় লাখ ফ্যান সমৃদ্ধ বসুন্ধরা এলপি গ্যাস পেজটি ভেরিফাইড হওয়ার ফলে এখন এর কভার ফটোর নিচে প্রোফাইল ফটোর পাশে ‘বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড’ লেখার পাশে নীল রঙের বৃত্তের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। ভেরিফাইড ফেসবুক পেজের মানে হচ্ছে, এটি প্রকৃত পক্ষেই প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ এটি থেকে উক্ত প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের সম্পর্কে অফিসিয়াল তথ্য পাওয়া যাবে। এতে করে প্রতিষ্ঠানের নামে যেসব ভুয়া একাউন্টগুলো আছে, সেগুলো বন্ধ হয়। ফলে সাধারণ মানুষ নির্দিষ্ট ওই প্রতিষ্ঠানের আইডি সহজেই খুঁজে পাবে। আর পেজে দেওয়া সব ধরনের তথ্য ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব বলে নিশ্চিত হওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।