ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় আটক ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় আটক ২

আশুলিয়া (সাভার): রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় সাভারের আশুলিয়ায় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই গ্যাস চোরাকারবারিদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে আশুলিয়ার ঘোষবাগের কেমিক্যাল রোড সংলগ্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা।

আটকরা হলেন- শেরপুর জেলা সদরের রূপাগোরা এলাকার কাশেম আলীর ছেলে মানিক ওরফে আলাল (৪০) ও নওগাঁ জেলা সদরের সিংবাছা এলাকার বিল্লাল হোসেনের ছেলে ফিরোজ (২৪)।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বাংলানিউজকে জানান, ওই এলাকায় আসলাম নামে এক গ্যাস চোরাকারবারির নেতৃত্বে রাতের আঁধারে আলাল ও ফিরোজসহ ৪ জন অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছিলো। এসময় তারা প্রায় ৬শ' ফুট পাইপ স্থাপন করে। পরে স্থানীয়রা তাদের আটক করলে বাকি দুইজন পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানিকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আটকদের পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা সজাগ থাকলে গ্যাস চোরাকারবারিরা কখনো চোরাই গ্যাস সংযোগ ব্যবসা করতে পারবে না। পাশাপাশি চোরাই গ্যাস সংযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহব্বান জানান তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) রকিবুল হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।