ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
রাঙামাটিতে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন মানববন্ধনে শিক্ষার্থীরা

রাঙামাটি: সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) তুষার কান্তি বড়ুয়া, ছাত্র দীপংকর দে, মো. সাইফুল, অংসী মারমা, মঈনুদ্দীন হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে সবখানে নারী ও শিশুর প্রতি নির্যাতন চলছে। ধর্ষণ ও যৌন হয়রানি ছাড়াও অ্যাসিড আক্রমণসহ নানা সহিংসতার শিকার হচ্ছেন তারা। পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও নিরাপদ নয় নারী ও শিশু।

বক্তরা আরও বলেন, দেশের প্রতিটি নারী ও শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছেন। এর মূল কারণ, নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন না করার দৃষ্টিভঙ্গি ও আচরণ। আদিকাল থেকেই আমাদের দেশে ও সমাজে নারীকে অধস্তন অবস্থানে দেখে বলেই এমনটা সম্ভব হচ্ছে।

সমাবেশে বক্তারা নারী ও শিশু ধর্ষণসহ সবধরনের অত্যাচার বন্ধের আহ্বান জানান এবং নির্যাতনবিরোধী শ্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।