বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
নিহতের বড় ভাই বিশ্বজিৎ চন্দ্র চন্দ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিজিৎকে ঢাকা থেকে খুলনায় আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়।
এর আগে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রানী চন্দের অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি। জানা যায় তিনিও বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০/আপডেট: ২২৫১ ঘণ্টা
এমআরএম/এইচএডি/আরএ