বুধবার (২৯ জানুয়ারি) সকালে মৎস্য বিভাগের সহায়তায় নগরের পলাশপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বরিশাল শহরের তালতলী থেকে আরোহন ও পরিবহন নিষিদ্ধ বিপুল পরিমাণ জাটকা নগরের পোর্ট রোড ইলিশ মোকামে পাচার হচ্ছিলো।
পরে জব্দ করা জাটকাগুলো নগরের রসুলপুর এলাকায় কোস্টগার্ড কার্যালয় চত্বরে নিয়ে বিভিন্ন এতিমখানাসহ অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বাংলানিউজকে জানান, আটক আটজনকে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত আটজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএস/আরআইএস/