বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
তিনি বলেন, ‘বহিরাগতদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না।
বহিরাগতদের নামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে' বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল বাতেন বলেন, ‘ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন। এই নির্বাচনে ঢাকায় কে বহিরাগত আর কে স্থানীয় বাসিন্দা তা চিহ্নিত করা খুবই কষ্টসাধ্য। আসলে আমরা কোনো বহিরাগতকে গ্রেফতারে অভিযানে নামিনি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ যেন বজায় থাকে, নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে সেদিকেই লক্ষ্য রাখছে পুলিশ। ’
তিনি বলেন, ‘কে কোন রাজনৈতিক দলের তা আমাদের দেখার বিষয় নয়, কোনো রাজনৈতিক দলের নেতা কী বললেন সেটাও দেখার বিষয় না। কোনো ব্যক্তি সন্ত্রাসী হলে সেটা নির্বাচনের আগে কী আর পরেই কী, পুলিশ তাকে গ্রেফতার করবে। ’
‘তবে নির্বাচনে পুলিশের অতিরিক্ত মুভমেন্ট তো থাকেই। কোনো ব্যক্তি বা দল কিংবা সংগঠন, প্রার্থী কিংবা সমর্থক যেই হোক নির্বাচন পরিপন্থী কিছু করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
পিএম/এজে