শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার প্রবেশপথ টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া বাসস্ট্যান্ড ও ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলি এলাকায় সব যান্ত্রিক পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, পরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া বাস স্ট্যান্ড, জিরাবো বাস স্ট্যান্ড ও জামগড়া বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস-ট্রাকসহ লোকাল যাত্রীবাহী পরিবহন সড়কে নেই। সড়কের দুই পাশে যাত্রীবাহী লোকাল বাসগুলো দাঁড়করিয়ে রাখা হয়েছে। এছাড়া এখন মহাসড়কে রাজারহালে চলছে তিনচাকার রিকশা, ভ্যান ও লেগুনা।
আশুলিয়ার ট্রাফিক ইনচার্জ (টিআই) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট উপলক্ষে সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে সব যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সিটি নির্বাচনের স্টিকার ও জরুরি পরিবহন ছাড়া ঢাকার ভেতরে কোনো পরিবহন ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটগ্রহণ শেষ হলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসএইচ