সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এতথ্য জানান।
বিএনপির হরতাল পালন করার অধিকার থাকলে তাদেরও যানবাহন চালানোর অধিকার রয়েছে জানিয়ে খন্দকার এনায়েতুল্লাহ বলেন, হরতালে বিএনপি যদি কোনো পরিবহনের ক্ষতি করে তাহলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।
ঢাকার দুই সিটি নির্বাচন ইভিএম পদ্ধতিতে সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে দাবি করে পরিবহন মালিক এই নেতা বলেন, সিটি নির্বাচনে অভিযোগ তোলার মতো কারণ না থাকলেও বিএনপি হরতাল ডেকেছে, যা অযৌক্তিক।
খন্দকার এনায়েতুল্লাহ বলেন, হরতালের নামে কোনো বিশৃঙ্খলা হলে মালিক-শ্রমিকরা তা প্রতিহত করবে। ঢাকার সবকটি টার্মিনালে মালিক-শ্রমিকরা সতর্ক অবস্থানে থাকবে। রোববার সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে।
ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
টিএম/জেডএস