মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে সপ্তাহের ৫ দিন শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী ট্রেন।
এছাড়া সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও রোববার খুলনা থেকে কলকাতা ও কলকাতা থেকে খুলনা যাতায়াত করবে বন্ধন এক্সপ্রেস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মৈত্রী এক্সপ্রেসের নতুন এ শিডিউল কার্যকর হবে। এ দিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। পরদিন তা আবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
অন্যদিকে বন্ধন এক্সপ্রেসের নতুন সময়সূচি কার্যকর হবে আগামী ১৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে। এদিন কলকাতা থেকে ট্রেন খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং একই দিনে আবারও খুলনা থেকে কলকাতায় পৌঁছাবে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এইচজে