ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সপ্তাহে ৫ দিন চলবে ‘মৈত্রী এক্সপ্রেস’, ২ দিন ‘বন্ধন’  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
সপ্তাহে ৫ দিন চলবে ‘মৈত্রী এক্সপ্রেস’, ২ দিন ‘বন্ধন’  

ঢাকা: বাংলাদেশ-ভারত যোগাযোগ বাড়াতে এখন থেকে সপ্তাহে ৪ দিনের পরিবর্তে ৫ দিন চলাচল করবে মৈত্রী এক্সপ্রেস। একই উদ্দেশ্যে ১ দিনের পরিবর্তে বন্ধন এক্সপ্রেস চলাচল করবে সপ্তাহে ২ দিন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে সপ্তাহের ৫ দিন শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী ট্রেন।

অন্যদিকে শুক্র, শনি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।  
এছাড়া সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও রোববার খুলনা থেকে কলকাতা ও কলকাতা থেকে খুলনা যাতায়াত করবে বন্ধন এক্সপ্রেস।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মৈত্রী এক্সপ্রেসের নতুন এ শিডিউল কার্যকর হবে। এ দিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। পরদিন তা আবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।  

অন্যদিকে বন্ধন এক্সপ্রেসের নতুন সময়সূচি কার্যকর হবে আগামী ১৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে। এদিন কলকাতা থেকে ট্রেন খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং একই দিনে আবারও খুলনা থেকে কলকাতায় পৌঁছাবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।