নির্বাচন শেষ হওয়ার একদিন পরই সোমবার (০৩ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় দলীয় কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিজ নিজ উদ্যোগে পোস্টার সরিয়ে নেওয়ার আহবান জানান তিনি। এতে নগরবাসী তাকে বাহবা জানান।
একদিন না যেতেই আরও একটি মহৎ কাজ করলেন প্রয়াত খোকাপুত্র ইশরাক। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, অব্যবহৃত সমস্ত পোস্টার বিদ্যানন্দ ফাউন্ডেশন এর কাছে হস্তান্তর করলাম। তারা কাগজ দিয়ে দরিদ্র ও পথ শিশুদের জন্য বই তৈরি করবে।
নির্বাচনের পরদিন থেকে এই বিদ্যানন্দ ফাউন্ডেশন অপ্রয়োজনীয় পোস্টারগুলো সংগ্রহ শুরু করেছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এতিমদের লেখাপড়ার কাজে লাগানোর উদ্দেশ্যে পোস্টারগুলো সংগ্রহে নেমেছে। এ খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই ইশরাক হোসেন তাদের পাশে দাঁড়াতে নিজের কাছে থাকা অব্যবহৃত পোস্টারগুলো তাদের হাতে তুলে দেন। এলাকাবাসী এ খবর জেনে ইশরাক হোসেনকে আরও একটি মহৎ কাজের জন্য সাধুবাদ জানান।
বাংলাদেশ সময়: ০৪৫৭ ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএইচ/ইউবি