ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় আল্লাহর দলের ২ সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
খুলনায় আল্লাহর দলের ২ সদস্য আটক

খুলনা:  খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের আল-মামুন ও রফিকুল নামের ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি দল।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে মহানগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ফুলবাড়ি গেট এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ২ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছে ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও  নগদ ১১০ টাকা পাওয়া যায়।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে তারা এ সংগঠনের সঙ্গে যুক্ত।

এর আগে ২০১৯ সালের ৩ মে খুলনার পূর্ব বানিয়া খামার এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৩ সক্রিয় সদস্য ও একই বছরের ডিসেম্বরের ৩০ তারিখে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন ০৪ নম্বর ওয়ার্ড খোলাবাড়িয়া এলাকা হতে একই সংগঠনের ৫ জন সক্রিয় সদস্য এবং চলতি বছরের ১২ জানুয়ারি খুলনার সদর থানাধীন রেল স্টেশন এলাকা থেকে একই সংগঠনের ২ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার অভিযান চালিয়ে ২ সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমআরএম/ এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।