ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পদ্মাপাড়ে হবে জুডিসিয়াল একাডেমি, পরিদর্শনে আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৮, ফেব্রুয়ারি ৭, ২০২০
পদ্মাপাড়ে হবে জুডিসিয়াল একাডেমি, পরিদর্শনে আইনমন্ত্রী

মাদারীপুর: বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি বাংলাদেশে স্থাপন করা হবে।

এসময় মন্ত্রী জানান, শিবচর উপজেলাটি পদ্মার পাড়ে অবস্থিত। পদ্মাসেতু নির্মাণ হলে শিবচর দেশের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে।

এখানকার নান্দনিক গুরুত্ব বেড়ে যাবে। সে কারণে শিবচরে ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি স্থাপন করার চিন্তা-ভাবনা হচ্ছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচরে প্রস্তাবিত বিচার বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। এজন্য বিচার বিভাগ স্বাধীন রয়েছে।

মন্ত্রী বলেন, সাধারণ জনগণকে ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে শিবচরে একটি চৌকি আদালতও স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরীসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।