শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়। ট্রলারে থাকা মাছ প্রকাশ্য নিলামে ৫২ হাজার টাকায় বিক্র করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার।
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গির আলম বলেন, নিয়মিত টহলের সময় ভারতীয় ফিশিং বোট সুদীপ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছশিকার করার অপরাধে ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটকদের বিরুদ্ধে কোস্টগার্ড কর্মকর্তা তরিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আটকদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসএইচ