কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) সরদার ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন দিনমজুর মোকসেদ মল্লিক। এসময় হঠাৎ পেছন দিক থেকে তার স্ত্রী লাঠি দিয়ে মোকসেদ মল্লিকের মাথায় আঘাত করে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোকসেদের স্ত্রী বাড়িতেই সিকল বন্দি রয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোকসেদের মরদেহের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান শেখ বলেন, নিহতের স্ত্রী ৮ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসার জন্য তার স্বামী অনেক চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসএইচ