ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি পিস্তল ও গুলিসহ খাগড়াছড়িতে আটক অস্ত্র ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
বিদেশি পিস্তল ও গুলিসহ খাগড়াছড়িতে আটক অস্ত্র ব্যবসায়ী বিদেশি পিস্তল ও গুলিসহ খাগড়াছড়িতে আটক অস্ত্র ব্যবসায়ী। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরতলীর স্টেডিয়াম এলাকায় র‌্যাব-৭’র এক অভিযানে রবিউল ইসলাম (৩৬) নামের এ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগজিন ও ৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, অভিযানে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনী।

জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় র‌্যাব-৭ এর একটি দল খাগড়াছড়ি শহরতলীর স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। পরে পানছড়িগামী একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ রবিউল ইসলামকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম পানছড়ি উপজেলার দমদম এলাকার বাসিন্দা। তিনি বিক্রির জন্যই এ অস্ত্রগুলো কিনেছেন বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাব-৭ এর উপ-পরিদর্শক অমল চন্দ্র বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।