ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জন্ম-মৃত্যু নিবন্ধন আপগ্রেডেশন অবহিতকরণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জন্ম-মৃত্যু নিবন্ধন আপগ্রেডেশন অবহিতকরণ কর্মশালা

ঢাকা: জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য পদ্ধতির আপগ্রেডেশন সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বেগম রোকসানা কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের চাইল্ড এক্সপার্ট ম্যাকেইল।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বলেন, জনবান্ধব সেবা দিতে আগের পদ্ধতি আপগ্রেডেশন করা হয়েছে। প্রাথিমকভাবে কেরানীগঞ্জসহ দু’টি উপজেলায় পাইলট প্রকল্প চলছে। সেটা ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্মনিবন্ধন ও ৮০ শতাংশ মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।