ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে হালখাতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
জামালপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে হালখাতা

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর মেসার্স আল-আমিন ট্রেডার্সের উদ্যোগে দিনব্যাপী শুভ হালখাতা-১৪২৬ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া বাজারে আল-আমিন ট্রেডার্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বসুন্ধরা সিমেন্টের ময়মনসিংহ বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মো. আতিকুর রহমান।

মেসার্স আল-আমিন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আহমাদুল কবির মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা সিমেন্টের টাঙ্গাইল এলাকা বিক্রয় ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ, কারিগরি সহায়তা প্রকৌশলী মো. জুয়েল রানা, কার্যনির্বাহী মোহাম্মাদেনেল মোতাসিম বিল্লাহ প্রমুখ।

এছাড়াও হালখাতা অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের জামালপুর জেলায় কর্মরত সব কর্মকর্তাবৃন্দ, শতাধিক খুচরা বিক্রেতা, প্রকৌশলী এবং ঠিকাদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইসলামপুর উপজেলায় বসুন্ধরা সিমেন্টের বিক্রেতাদের মধ্যে সাতজন সেরা বিক্রেতা নির্বাচিত করা হয়। তাদের মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতে নেয় ইসলামপুরের মহলগিরি বাজারের বসুন্ধরা সিমেন্ট বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স মিখাঈস মিতা এন্টারপ্রাইজ। এছাড়াও খুচরা বিক্রেতাদের সবাইকে সাধারণ পুরস্কার এবং লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।