ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে মুজিব বর্ষের ক্ষণগণনা যন্ত্র ভাঙচুর, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
সুন্দরগঞ্জে মুজিব বর্ষের ক্ষণগণনা যন্ত্র ভাঙচুর, আটক ১

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় ছাত্র সমাজের ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলামকে (২২) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম ছাপড়হাটি ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)  দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অপসারণের দাবিতে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এ সময় মিছিলে থাকা বিক্ষুব্ধরা উপজেলার মূল ফটকে রাখা মুজিব বর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুর করে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলাইমান আলী বাংলানিউজকে জানান, এ ঘটনায় অজ্ঞাত একশ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান
বাংলানিউজকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেরদৌস হাসান বাদী হয়ে বিকেল ৪টায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত এক জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা
চলছে।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।