ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নানা আয়োজনে পহেলা ফাগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
বরিশালে নানা আয়োজনে পহেলা ফাগুন বরিশালে সরকারি মহিলা কলেজে বসন্ত বরণের উৎসব। ছবি: বাংলানিউজ

বরিশাল: আজ পহেলা ফাগুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একইসঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস।

দু’টি উৎসবই একদিনে হওয়াতে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বরিশালে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে দিনটি। সকাল থেকে রাত অবধি বরিশালে নানা অনুষ্ঠান থাকছে আজকের দিনে।

সরকারি মহিলা কলেজে প্রতিবারের মত এবারো সকাল নয়টা থেকে শুরু হয়েছে বসন্ত বরণের উৎসব। দিনভর এ উপলক্ষে কলেজে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে বসন্ত উৎসব এবং নগরীর জগদ্বীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে থাকছে তিন দিনের বসন্ত উৎসবের উদ্বোধন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।