ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাসিকের ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
রাসিকের ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের সঙ্গে রাসিকের মতবিনিময় সভা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: মুজিববর্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মহানগরীর অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভাও করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বাবু বলেন, বায়ু দূষণ রোধে বিশ্বের সেরা নগরীর স্বীকৃতি লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

সভায় পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গুরোগ ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে ভিডিও চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত সভায় বক্তব্য দেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।  

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার লাইলা তাসলীমা নাসরীন, সহকারী থানা শিক্ষা অফিসার রোজী খন্দকার। মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে শিক্ষকবৃন্দ উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ