ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

একনেকে ৩ হাজার কোটি টাকার অনুমোদনে রাসিকের শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
একনেকে ৩ হাজার কোটি টাকার অনুমোদনে রাসিকের শোভাযাত্রা একনেকে ৩ হাজার কোটি টাকার অনুমোদনে রাসিকের শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) প্রায় তিন হাজার কোটি টাকা অনুমোদিত হওয়ায় বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রাটি মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, নিউ মার্কেট, সাহেববাজার, সোনাদিঘী মোড় ঘুরে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন মেয়র পত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনি। এছাড়া রাসিকের প্যানেল মেয়র ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পচা। এছাড়া রাসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।