ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকবাজার ট্র্যাজেডি: তদন্তে আরও ৩-৪ জনের নাম এসেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
চকবাজার ট্র্যাজেডি: তদন্তে আরও ৩-৪ জনের নাম এসেছে

ঢাকা: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের মামলার তদন্তে অনেককিছু উদঘাটন হয়েছে। এরমধ্যে নতুন করে আরও তিন-চারজনের নাম এসেছে জানিয়েছেন লালবাগ ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার বাংলানিউজকে তিনি এ কথা বলেন।

উপ-পুলিশ কমিশনার বলেন, ময়নাতদন্ত রিপোর্ট চুড়িহাট্টা অগ্নিকাণ্ড মামলার তদন্তের অগ্রগতির একটি অংশ।

এ হিসেবে দ্রুত তদন্ত শেষ করে আদালতে পুলিশি রিপোর্ট দাখিল করা হবে।

তিনি বলেন, গত এক বছরে মামলাটির অনেককিছু বেরিয়ে এসেছে। এরমধ্যে তিন-চারজনের নামও এসেছে। তাদের নিয়ে আমরা অনেক যাচাই-বাছাই করছি।

ডিসি মুনতাসিরুল ইসলাম এও বলেন, চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জনের ময়নাতদন্তের রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি। তবে আমাদের পুলিশ যোগাযোগ করছে ফরেনসিক চিকিৎসকদের সঙ্গে। আশা করি রাতেই হাতে পেয়ে যাব। এটা আমাদের হাতে আসলে আশা করি বাকি তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আদালতে শিগগির দাখিল করতে পারব।

আরও পড়ুন>> চকবাজার ট্র্যাজেডি: ৩ মরদেহ শনাক্ত হয়নি এখনও

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।