বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে গণফোরাম আয়োজিত ‘একুশ মানে অধিকার আদায়ের অঙ্গিকার’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন ড. কামাল।
গণফোরাম নেতা বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এই দেশের মানুষ পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা এনেছে।
‘আজ দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে বলেই ৪৮ বছর পরেও দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ আছে। আমরা এখনও ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। রাষ্ট্রীয় পর্যায়ে ডাকাতরা আজ বিদেশে টাকা পাচারে ব্যস্ত। একদিন অবশ্যই দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে। ’
গণফোরাম আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- সংগঠনটির কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাঈদ, প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ইএআর/এইচজে