বান্দরবান: পারিবারিক কলহের জের ধরে বান্দরবানের রোয়াংছড়িতে অংমেচিং মারমা (৩৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের আত্মীয় প্রুমেসিং নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খানসামা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের জের ধরে আত্মীয় স্বজনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
এসময় উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে অংমেচিং মারমার মাথায় আঘাত করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এনামুল হক বাংলানিউজকে জানান,
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীকে পিটিয়ে হত্যায় জড়িত সন্দেহে নিহতের এক নারী আত্মীয়কে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।