ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ইউপি সদস্যসহ ২ মাদকবিক্রতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ধামরাইয়ে ইউপি সদস্যসহ ২ মাদকবিক্রতা আটক

সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলায় হেরোইন ও গাঁজা নিয়ে চৌহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই মাদকদ্রব্য অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস সালাম।  

আটকরা হলেন- চৌহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য তোতা মিয়া (৫৭) ও একই গ্রামের নাজিমুদ্দিন (৩৯)।

পরিচালক মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তোতা মিয়াসহ দুই মাদকবিক্রতাকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫৯ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা। আটকদের নামে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।