ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ ভবন ভাঙতে বাসাবোতে রাজউকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
অবৈধ ভবন ভাঙতে বাসাবোতে রাজউকের অভিযান অবৈধ ভবন ভেঙে দিতে খিলগাঁও বাসাবো এলাকায় অভিযান শুরু করেছে রাজউক।

ঢাকা: নকশা বহির্ভূতভাবে নির্মিত অবৈধ ভবন ভেঙে দিতে খিলগাঁও বাসাবো এলাকায় অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়।

শুরুতেই রাজউক আহম্মদবাগের ১২২/১ (এ) এর নির্মাণাধীন ভবনটির নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয় রাজউক।

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজউক অথরাইজড অফিসার মোবারক হোসেন বলেন, রাজউকের অনুমোদনবিহীন নকশা বহির্ভূতভাবে নির্মিত ও নির্মাণধীন সব ভবনের বর্ধিতাংশ ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এ অভিযান চলছে।

অভিযানের শুরুতেই যে ভবনটির অবৈধভাবে নির্মিত বর্ধিতাংশ ভাঙা হয়েছে সেটি প্রমোট বিল্ডার্সের একটি ভবন। নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের অপরাধে প্রমোট বিল্ডার্সকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা জরিমানা করা হয়। প্রমোদ বিল্ডার্সের পক্ষে থাকা দুজন কর্মচারীকে ওই টাকা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে এক ঘণ্টার মধ্যে দিতে বলেন মোবারক হোসেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।