তিনি বলেন, আমরা এ প্রতিবেদনকে সাধুবাদ জানাই। সর্বোচ্চ পর্যায় থেকে সাত পয়েন্ট কম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
দিলওয়ার বখত বলেন, টিআইবির প্রতিবেদনে সব ইন্ডিকেটরে সঠিকভাবে দুদকের অবস্থান তুলে ধরা হয়নি। দুদক দুর্নীতি বিবেচনায় অনুসন্ধান তদন্ত করে। ব্যক্তির পরিচয় ও অবস্থান দেখে কাজ করে না।
তিনি বলেন, দুদক কারো উদ্দেশ্যে ব্যবহার হয় না। ক্ষমতাসীন দলের লোকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। কমিশন নিজেদের সিদ্ধান্তে চলে। স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন, কারো কাজ যেন ভাবমূর্তি নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। সম্পদের হিসাব দেওয়ার বিষয়ে কমিশন কাজ করছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী চলে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
ডিএন/এএ