বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী অনুষ্ঠিত 'ট্রান্সফরমিং ফিন্যান্সিয়াল মার্কেট ফর স্মল বিজনেস' সম্মেলনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
গ্রামীণ অর্থনীতির চিত্র তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর কালুহাট গ্রামে এখন কোনো বেকারত্ব নেই।
এসডিজি অর্জনে উদ্যোক্তা তৈরিতে জোর দিয়ে শাহরিয়ার আলম বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে আরেক ধাপ এগিয়ে যাবে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে যেসব প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে, এ ধরনের পুরস্কার আর্থিক প্রতিষ্ঠানে উৎসাহ যোগাবে।
অ্যাকশন ফার্মিং কনফারেন্স ট্রান্সফরমিং ফিন্যান্সিয়াল মার্কেট ফর স্মল বিজনেস' সম্মেলনে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে পুরস্কার পায় ব্যাংক এশিয়া, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডাচ্ বাংলা ব্যাংক, আইপিডিএলসিসহ পাঁচ প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
টিএম/এএ